• ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অভিজিৎ হত্যাকারীদের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ডিএমপি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: অমর একুশে বই মেলার সময় (২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি) ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকা-ে জড়িত সন্দেহ ভাজন খুনিদের আজ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র ফেসবুকে দেয়া ভিডিওগুলোর ছবি দেখে কেউ এদের শনাক্ত করতে পারলে তাদের সে সম্পর্কিত তথ্য জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভিডিও’তে প্রদর্শিত ব্যক্তিরা অভিজিৎ হত্যাকা-ের সন্দেহভাজন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেফতারে নগরবাসীর সহায়তা কামনা করছে। তাদের সম্পর্কে কোন তথ্য বা পরিচয় জানা থাকলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে অথবা হ্যালো সিটি আপ্যসে জানানোর জন্য অনুরোধ করা হলো। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি লেখক ও ব্লগার অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ অমর একুশে বইমেলা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এলে তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের মৃত্যু হয়। তার স্ত্রী রাফিদা আহমেদ ভাগ্যক্রমে বেঁচে যান। ব্লগার অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ মার্কিন প্রবাসী দম্পতি ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বই প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশে আসেন। অভিজিৎ একজন পেশাদার প্রকৌশলী ছিলেন এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ একজন ডাক্তার।